বাউফলকে রেড জোন ঘোষণা !

বাউফলকে রেড জোন ঘোষণা !

এম অহিদুজ্জামান ডিউক ,প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলাকে কোভিট ১৯ করোনা সংক্রামক এড়াতে তিনটি জোনে ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে বাউফল পৌর শহরের ২,৪ ও ৭ নং ওয়ার্ডকে রেড জোন এবং ৫নং সুর্যমনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুলবাগ স্বানেশ্বর এলাকাকে ইয়েলো জোন হিসাবে ধরা হয়েছে। এছাড়া উপজেলার সকল স্থানকে গ্রিন জোন হিসাবে ঘোষনা করা হয়। নির্ধারিত রেড জোনগুলোতে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল, ঔষুধ ও শিশু খাদ্য ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা: মোহম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ইতিমধ্যে রেড জোনের সতর্কবার্তা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে পৌছানোর জন্য প্রচারণা চলছে। বাউফল হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত আছেন ২৪জন, বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ৫০জন, আইসোলেসনে আছেন ৯জন, আইসোলেসন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩২৬ জন, আরোগ্য লাভ করেছেন ১২ জন ও মৃত্যু বরণ করেছে ২ জন।